ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে আলোচনা সভায় পরিকল্পিত ভাবে বহিরাগতদের সমাবেশ ঘটিয়ে নেতৃবৃন্দকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ, ভাংচুর, নেতৃবৃন্দের গায়ে চেয়ার, ইটপাটকেল ছুঁড়ে আহত করা, নির্ধারিত সম্মেলন বাঁধাগ্রস্থ করার ঘটনায় জড়িত থাকার অভিযোগ এনে জলঢাকা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহীদ হোসেন রুবেলকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ ও সংগঠনের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক সাক্ষরিত একটি চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এই চিঠিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক সাক্ষর করেছেন।

আগামী ৩০ জুলাই জলঢাকা উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গতকাল জলঢাকায় দলীয় নেতা-কর্মীদের সাথে আলোচনা ও মতবিনিময় সভায় উপস্থিত হয়েছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। তাদের উপস্থিতিতে একদল উশৃংখল ব্যাক্তি ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে।

(ওআরকে/এএস/জুলাই ২৫, ২০২২)