রিপন মারমা, রাঙামাটি : রাঙামাটি কাপ্তাই উপজেলা ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন বাংলাদেশ আওয়ামী লীগের নবনির্বাচিত ৭১সদস্য বিশিষ্ট কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকাল সাড়ে ৩ টা দিকে ৫নং ওয়াগ্গা ইউনিয়ন আ’লীগ এর উদ্যোগে ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ কার্যলয়ের এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ওয়াগ্গা ইউনিয়ন সাধারণ সম্পাদক অমল কান্তি দে সঞ্চালনা, চিরনজীত তনচংঙ্গ্যা সভাপতিত্বে
পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী। প্রধান বক্তা হিসেবে আরোও উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগামী কয়েক মাসে মধ্যে প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামীলীগসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি করতে হবে। নতুন কমিটির সবাইকে দলের কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করার আহবান জানান তিনি।

এসময় তিনি আরো বলেন,রাঙামাটি জেলা প্রতিটি অঞ্চলে বর্তমানে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি দীপংকর তালুকদার এর নেতৃত্বে রাস্তাঘাট, ব্রীজ, কালর্ভাটসহ অবকাঠামোগত অনেক উন্নয়ন হয়েছে। এই উন্নয়নকে তরান্বিত করতে হলে আগামীতে নৌকার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য দিপ্তীময় তালুকদার, বি.এন তনচংঙ্গ্যা, সুজন তনচংগঙ্গ্যা ধনা।

এসময় আরোও উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রলীগের নেতা নিজাম উদ্দিন ফরহাদ, কাপ্তাই উপজেলা আঃলীগ সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন মিলন, ওয়াগ্গা ইউনিয়ন আ’লীগ সদস্য জয়ন্ত তনচংঙ্গ্যা, ওয়াগ্গা ইউনিয়ন আঃলীগ সহ-সভাপতি অংসাপ্রু মারমা, ওয়াগ্গা ইউনিয়ন আ’লীগ দপ্তর সম্পাদক তপন মারমা, ওয়াগ্গা ইউনিয়ন আঃলীগ উপদেষ্টা সুনিল মহাজন, কাপ্তাই উপজেলা আ’লীগ সদস্য হৃদয় তনচংঙ্গ্যা, ওয়াগ্গা ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ মাহাবুব আলম, কাপ্তাই উপজেলা মহিলা আ’লীগ সাধারণ সম্পাদক রিতা আলম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্ন সম্পাদক মোঃ ইমান হোসেন, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই খোকন, ওয়াগ্গা ইউনিয়ন মহিলা আঃলীগ সাধারণ সম্পাদক শিখা রানী তনচংঙ্গ্যা, ওয়াগ্গা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ জোবায়েত হোসেন জাবেদ।

এসময় বক্তারা বলেন, ওয়াগ্গা ইউনিয়নের বাংলাদেশ আওয়ামীলীগের ৭১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। বর্তমান এই কমিটি বিগত কমিটি থেকে এখন অনেক সক্রিয়।

আগামী জাতীয় সংসদ নিবার্চনে এই রাঙামাটি জেলা নৌকার পক্ষে দীপংকর তালুকদার এর হাতকে শক্তিশালী করার জন্য সবাই ঐক্য বদ্ধ ভাবে কাজ করবে বলে আশা ব্যক্ত করেন।

পরিশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা ও আ’লীগ নেতা এবং কর্মীরা

মহামারি করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়াদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

(আরএম/এএস/জুলাই ২৮, ২০২২)