রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের দেওয়ানগঞ্জে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের খাবার বগির ক্যাটারার্স সার্ভিসের এক কর্মচারীকে টিকিট কালোবাজারির দায়ে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ওই কর্মচারীর নাম মো. আকরাম হোসেন (৩৭)।

বৃহস্পতিবার বিকেলে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তিস্তা ট্রেনের ১০টি টিকিটসহ ওই কর্মচারীকে আটক করলে ভ্রাম্যমাণ আদালতে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুন নাহার শেফা তাকে এ দণ্ড দেন।

জামালপুর রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, দণ্ডপ্রাপ্ত কর্মচারী দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে স্টেশনে যাত্রীদের কাছে অতিরিক্ত মূল্যে তিস্তা ট্রেনের টিকেট বিক্রি করছিলেন। এ খবর জানার পর রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে আটক করেন। পরে রাতে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযুক্ত ব্যক্তিকে ১ মাসের কারাদণ্ড দেন।

তিনি আরও জানান, ওই ব্যক্তি আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের খাবার বগির ক্যাটারার্স সার্ভিসে কাজ করার পাশাপাশি দীর্ঘদিন ধরে গোপনে টিকেট কালাবাজারির সঙ্গে যুক্ত ছিলেন।

(আরআর/এসপি/জুলাই ২৯, ২০২২)