পাথরঘাটা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় ইভটিজিং এর প্রতিবাদ করায় তরিকুল ও রানা নামের দুই স্কুল ছাত্রকে দিনের বেলায় স্কুল থেকে ডেকে নিয়ে বেদম মারপিট ও হামলা করেছে বেল্লাল,সুমন গাজী,তন্ময় গাজী সহ বেশ কয়েকজন বখাটে।

আজ শনিবার দুপুরে সাংবাদিকদের উপস্থিতিতে ব্যানার নিয়ে বিক্ষোভ করেছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক শিক্ষক এবং সর্বস্তরের জনতা।

জানা গেছে, স্থানীয় বেল্লাল,সুমন গাজী, তনময় গাজীসহ বেশকিছু বখাটে ছেলেরা দীর্ঘদিন ধরে ছাত্রীদের সঙ্গে অশোভন আচারণ,অকারণে মুঠোফোনে ছবিতোলা,পথরোধ করা, বাথরুমে যাওয়ার পথে বাধাসহ না ভাবে বিরক্ত করে আসছিল। যা ওই বিদ্যালয়ের শিক্ষার্থী তরিকুল ইসলাম ও রানা সহ বেশ কয়েকজন প্রতিবাদ করে। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ক্লাস চলাকালীন তরিকুল ও রানাকে বখাটে বিল্লাল সুমন ও তন্ময় নামের ৩ বখাটে তুলে নিয়ে যায়। এবং মারধর করে ছেড়ে দেয়। স্থানীয় ইউপি সদস্য মো.রেজাউল ইসলাম বলেন, ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যদি বকাটেরা মারধর করতে সাহস পায় তাহলে আমাদের সন্তানরা স্কুলগামী হবে কিভাবে?

রুহিতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ কুমার বেপারী বলেন, ওরা ক্লাস শুরু হওয়ার একঘন্টা আগে বিদ্যালয়ের আশেপাশে পুকুর ঘাটে, বাথরুমের সামনে, স্কুল ভবনের নিচ তলায় অযথা ঘোরাফেরা করে।
তাদের অভিভাবক এর কাছে আমরা বেশ কবার জানিয়েছি কিন্তু কোন নিষ্কৃতি পাইনি।

স্থানীয় ইউপি সদস্য জয়নাব বেগম বলেন, আমরা এই ইভটিজিং কারীদের যথাযথ বিচার দাবি করছি। কারণ একটির বিচার হলে আরেকটি মাথা ছাড়া দেবে না।

স্থানীয় বাসিন্দারা সাংবাদিকদের কাছে এই ইভটিজিং কারীদের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ তুলে ধরেন।

পাথরঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার বলেন, আমরা এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

(এটি/এসপি/জুলাই ৩০, ২০২২)