সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনের আওয়ামী লীগের জাতীয় সংসদ সদস্য গাজী ইসহাক হোসেন তালুকদার (৬৯) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে নির্বাচনী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, সোমবার সন্ধার দিকে নিজ বাড়িতে অসুস্থ্য হয়ে পড়লে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সন্ধা ৭টার দিকে তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তিনি দুই ছেলে ও স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি আওয়ামীলীগ থেকে ১৯৮৬, ২০০৮ ও ২০১৩ সালের নির্বাচনে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহন করে ছিলেন।

তার মৃত্যুতে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী মোহাম্মদ নাসিম, সাবেক মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী , সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আব্দুল লতিফ বিশ্বাস,সিরাজগঞ্জÑ২ (সদর ও কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর, এনায়েতপুর) আসনের জাতীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন, সিরাজগঞ্জ-পাবনা আসনের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারন সম্পাদক এ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।


(এসএস/অ/অক্টোবর ০৬, ২০১৪)