ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে সিরাজগঞ্জে আবারও বাড়তে শুরু করেছে যমুনা নদীর পানি।

বুধবার (৩ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় যমুনার পানি ৩৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৯৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সিরাজগঞ্জের গেজ রিডার মো. হাসানুর রহমান পরিমাপ এ তথ্য নিশ্চিত করেছেন।

সিরাজগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের সূত্রে জানা যায়, গত জুন মাসের শুরু থেকে প্রথম দফায় যমুনা নদীতে পানি বাড়তে থাকে। পানি বৃদ্ধি পেয়ে ১৮ জুন জেলার সবগুলো পয়েন্টেই বিপৎসীমা অতিক্রম করে যমুনার পানি। পরে ২৩ জুন থেকে পানি কমতে শুরু করে। দ্বিতীয় দফায় ২৯ জুন থেকে আবারও পানি বাড়তে শুরু করে। এরপর ৩ জুলাই থেকে পানি কমতে থাকে। ২৩ জুলাই থেকে তৃতীয় দফায় বাড়তে শুরু করে যমুনার পানি। ৩০ জুলাই পানি কমার পর ৩১ জুলাই রবিবার বিকাল থেকে যমুনা নদীতে পানি বৃদ্ধি পেতে থাকে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে আবারও বাড়তে শুরু করেছে যমুনা নদীর পানি। পানি বৃদ্ধি অব্যাহিত থাকবে কয়েকদিন। তবে বন্যার আশঙ্কা নেই।

(আইএইচ/এএস/আগস্ট ০৩, ২০২২)