রিপন মারমা, রাঙামাটি : সারাদেশে ভয়াবহ লোডশেডিং ও জ্বালানি খাতে নজিরবিহীন অব্যবস্থাপনা এবং বিএনপি’র কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশে রাঙামাটি জেলা কাউখালি, রাজস্থলী ও বাঘাইছড়ি ৩টি উপজেলা ভোলায় পুলিশ অন্যায়ভাবে গুলি বর্ষণ ও নির্বিচারে হত্যার প্রতিবাদে ৩ উপজেলা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) কাউখালি,রাজস্থলী ও বাঘাইছড়ি ৩ উপজেলা সকাল সাড়ে ১০ টায় দিকে যুবদল উপজেলা শাখার উদ্যোগে, পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে ভোলা জেলাধীন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রহিম এর মৃত্যুতে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কাউখালী উপজেলা বিক্ষোভ মিছিল সমাবেশে উপস্থিত ছিলেন মোঃ মহিউদ্দীন আহমেদ আহবায়ক উপজেলা শাখা,
অর্জুন মনি চাকমা, সদস্য সচিব উপজেলা শাখা।

মিন্টু কান্তি দে, যুবদল সদস্য সচিব উপজেলা শাখা। এদিকে রাজস্থলী উপজেলা বিক্ষোভ মিছিল সমাবেশে উপস্থিত ছিলেন, মোঃ খলিলুর রহমান শেখ সভাপতি, রাজস্থলী উপজেলা বিএনপি, জিকু কুমার দে, উপজেলা বিএনপির সদস্য,
সাজন তঞ্চঙ্গ্যা, সদস্য সচিব উপজেলা ছাত্রদল ওবাঘাইছড়ি উপজেলা বিক্ষোভ মিছিল সমাবেশ উপস্থিত ছিলেন,
মোঃ জাবেদ আলী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক, মোঃ নিজাম উদ্দীন বাবু বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি, মোঃ বদিউল আলম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক।

সেসময় বক্তারা বলেন, দেশব্যাপী লোডশেডিং জনদুর্ভোগের বিষয়ের মত ন্যায়সঙ্গত শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হামলা ও গুলিবর্ষণের ঘটনা প্রমান করে যে সরকার জনগণের দাবী পদদলিত করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায়। রাজতন্ত্রের দালাল, পুলিশ রাষ্ট্রীয় বাহিনী যখন দলীয় আচরণ করে তখন বোঝা যায় যে দেশে আইনের শাসন নেই।

সরকারের পতন সন্নিকটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বেআইনি নির্দেশ পালনে বিরত থেকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহবান জানানো হয়।পাশাপাশি স্বেচ্ছাসেবক দলের নেতার মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনায় জড়িতদের আইনের আওতার দাবী জানান।৩ উপজেলা বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ আনুমানিক ২৫০ জন উপস্থিত ছিলেন।

(আরএম/এসপি/আগস্ট ০৪, ২০২২)