বিনোদন ডেস্ক : কোনো জার্নাল বা বই বা স্মৃতিকথা লেখা সেলিব্রিটিদের মধ্যে এটি একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। কখনও কখনও তারা তাদের অনুরাগীদের সচেতন করতে আবার কখনো নিজস্ব জীবন এবং যাত্রা ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে অনেকেই কলম তুলে নেন।

সেই তালিকায় এবার নাম লেখাতে চলেছেন মার্কিন গায়কি ও নৃত্যশিল্পী ব্রিটনি স্পিয়ার্স। ৪০ বছর বয়সী এ গায়িকার আত্মজীবনী প্রকাশ হতে যাচ্ছে।

জানা গেছে, বইটি আসতে একটু সময় লাগবে। কারণ কাগজ স্বল্পতা!

ব্রিটনি স্পিয়ার্স এরইমধ্যে তার বই বা প্রথম স্মৃতিকথা নিয়ে কাজ শুরু করে দিয়েছেন। সম্প্রতি তার লেখা শেষ করেছেন। এতে ক্যারিয়ারের সঙ্গে তার শৈশবের অভিজ্ঞতার অনেক গল্প রয়েছে।

হলিউড সংবাদ মাধ্যম থেকে জানা যায়, ১৫ মিলিয়ন ডলারে ব্রিটনির আত্মজীবনীর স্বত্ব পেয়েছে প্রকাশনা সংস্থা সাইমন অ্যান্ড শুস্টার, যা যুক্তরাষ্ট্রে প্রকাশনার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ অঙ্কের চুক্তি।

প্রকাশক সাইমন অ্যান্ড শুস্টারের ছাপা কাগজের ঘাটতির কারণে প্রকাশনায় বিলম্বিত হবে। বইটি ২০২৩ সালের জানুয়ারিতে প্রকাশ পাবার কথা ছিল। তবে সেটা আরও দেরি হবে।

(ওএস/এসপি/আগস্ট ০৪, ২০২২)