ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকূপায় গাছ চাপায় আকুল মন্ডল (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শৈলকূপা উপজেলার কুলচারা নতুন পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের মোহাম্মদ আলী মন্ডলের ছেলে। 

নিহত শ্রমিকের ভাই পিকুল মন্ডল জানান, সকাল ৮টার দিকে আকুল মন্ডল, একই গ্রামের মোকাদ্দেস মন্ডল ও বড় কুলচারা গ্রামের নজরুল ইসলামকে একদিন ৬শত টাকা করে হাজিরা ঠিক করে নিয়ে আসেন আমতলা মকিমপুরের রব্বানী মোল্লার ছেলে কাঠ ব্যবসায়ী নান্নু মোল্লা।

এরপর ঘটনাস্থলে গিয়ে তারা গাছ কাটতে শুরু করে। গাছ কাটা শেষ পর্যায়ে আকুল গাছে উঠে দড়ি বাঁধতে যায়। সে সময় কাটা গাছ ভেঙ্গে নিচে চাপা পড়ে আহত হয় আকুল। সাথে থাকা শ্রমিকেরা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে কাঠব্যবসায়ীরা সরকারি জমির গাছ কেটে বিক্রি করে দিচ্ছে।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান জানান, গাছ কাটার জন্য কাউকে অনুমতি দেয়া হয়নি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
শৈলকূপা থানার ওসি আমিনুল ইসলাম জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(একে/এএস/আগস্ট ০৪, ২০২২)