দিনাজপুর প্রতিনিধি : মাদক বেচাকেনা ও মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলায় দিনাজপুর শহরে একটি ক্লাব জ্বালিয়ে দিয়েছে মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তরা।  রোববার বেলা ২টায় এই ঘটনা ঘটে।

শহরের নিমনগর সমাজ উন্নয়ন সমিতির যুগ্ম সাধারন সম্পাদক সারোয়ার হোসেন জানান, শহরের নিমনগর-বালুবাড়ী এলাকায় বেশ কিছুদিন থেকেই প্রকাশ্যে মাদক বেচাকেনা হয়ে আসছে। নিমনগর সমাজ উন্নয়ন সমিতি নামে স্থানীয় একটি ক্লাবের সদস্যরা বেশ কিছুদিন থেকেই এতে বাধা দিয়ে আসছে। তারা এলাকায় মাদকে বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে।

এরই প্রেক্ষিতে ক্ষিপ্ত হয়ে রোববার বেলা ২টার দিকে স্থানীয় মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তরা নিমনগর সমাজ উন্নয়ন সমিতি কার্যালয়ে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। এতে ক্লাবের কার্যালয়সহ আসববাবপত্র ও অন্যান্য সরঞ্জামাদি ভস্মীভুত হয়ে যায়। অগ্নিকান্ডে ক্লাবের সাথে একটি কোচিং সেন্টারও পুড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। কিন্তু এর আগেই সব পুড়ে ছাই হয়ে যায়।

এ ব্যাপারে কোতয়ালী থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান নিমনগর সমাজ উন্নয়ণ সমিতির সাধারন সম্পাদক আজিজুল ইসলাম। তিনি জানান, এলাকার মাদক ব্যবসায়ী জীবন, শাওন, জনি, বাপ্পী, সাগর ও তাদের সহযোগীরা এই ঘটিয়েছে।

(এটি/এটি/এপ্রিল ২৭, ২০১৪)