আন্তর্জাতিক ডেস্ক : ভারত ও পাকিস্তানের মধ্যবর্তী কাশ্মীর সীমান্তে মঙ্গলবারও উত্তেজনা বিরাজ করছে। গত সোমবার রাতভর উভয়পক্ষের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

এনডিটিভির এক প্রতিবেদনে বিএএসফ’র (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী) উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বিএসএফ’র অন্তত ৪০টি চৌকিকে লক্ষ্য করে গুলি ছুড়েছে পাকিস্তানি সীমান্তরক্ষী বাহিনী।

এর আগে সোমবার পাকিস্তানি রেঞ্জার্স ও বিএসএফ’র গোলাগুলিতে উভয়পক্ষের অন্তত নয় বেসামরিক নাগরিক নিহত হন।

এ ঘটনায় ইসলামাবাদ ও নয়াদিল্লি একে অপরকে অস্ত্রবিরতি চুক্তি ভঙ্গের অভিযোগ তুলেছে।

(ওএস/এইচআর/অক্টোবর ০৭, ২০১৪)