বদরুল হায়দার

পনেরো আগস্ট আসলেই সারা বাংলায়
জাতীয় শোকের ছায়া নেমে আসে।
টেকনাফ থেকে তেতুলিয়া
পদ্মা মেঘনা যমুনা মধুমতী ডাকাতিয়া
মা মাটি জলে অখন্ড বেদনা
শোকানলে ভেসে উঠে তোমার প্রেরণা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
তুমি শতকোটি বাঙালির প্রাণ
জেল জুলুম আঘাত অপমানে
তোমার বজ্রকন্ঠে বেজে উঠেছিলো
সাতুই মার্চের অমর ভাষণ
" এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম "
মৃত্যুহীন তোমার ভালোবাসার গান
মুক্তিযুদ্ধ স্বাধীনতা বিজয় সুনাম
আশার মানবিকতা হয়ে বঙ্গবন্ধু নামে
কোটি বাঙালির হৃদয়ে জেগে আছো
অমর অম্লান।

পনেরো আগস্ট আজ শোকের দিবস।
জাতির পিতা তুমি। তোমার রক্তের ঋণে
বাঙালি পেয়েছে বিশ্ব মানচিত্রে
একটি স্বাধীন বাংলাদেশ।