মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর সদর উপজেলার মাদ্রা এলাকায় গণপিটুনিতে এক চরমপন্থি নিহত হয়েছে। নিহত মাজেদ সদর উপজেলার পশ্চি মাদ্রার বাসিন্দা।

প্রতক্ষ্যদর্শী ও পুলিশ সুত্রে জানা গেছে, ঈদের দিন সকালে মাদারীপুর সদর উপজেলার মাদ্রা এলাকায় স্থানীয় ঈদগাহ ময়দানে নামাজ পড়তে আসলে সর্বহারা পার্টির সদস্য (চরমপন্থি) মাজেদ মোল্লাকে (৩৫) বিক্ষুব্ধ এলাকাবাসী গণপিটুনি দেয়। এসময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাজেদ মারা যায়।

এলাকাবাসীর অভিযোগ, গত ১৩ সেপ্টেম্বর রাতে চরমপন্থিদের গুলিতে নিহত আজিজুল হত্যার সাথে জড়িত রয়েছে এই মাজেদ। হত্যাকান্ডের সাথে জড়িত থাকা ও নিষিদ্ধ চরমপন্থি সংগঠন সর্বহারার সাথে জড়িত থাকার অভিযোগে তাকে গণপিটুনি দেয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

মাদারীপুর সদর থানার সেকেন্ড অফিসার মাসুদ খান জানান, মাজেদ মোল্লা সকালে মাদারীপুর শহর থেকে গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করতে যাচ্ছিল। এসময় তাকে এলাকাবাসী গণপিটুনি দেয়। এতে সে গুরুতর আহত অবস্থায় মারা যায়।

(এএসএ/অ/অক্টোবর ০৭, ২০১৪)