সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য গাজী ইসহাক হোসেন তালুকদারের প্রথম জানাযা আজ মঙ্গলবার সকালে তাড়াশ কেন্দ্রীয় ঈদ গাঁ মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাযায় সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য তানভীর ইমাম, নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল কুদ্দুস, তাড়াশ উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী আমজাদ হোসেন মিলন, উল্লাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মারুফ বিন হাবিব, আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহন করেন।

পরে তার লাশ গ্রামের বাড়ি রায়গঞ্জ উপজেলার বাকাই গ্রামে নেয়া হয়। বাকাই সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বাদ জোহর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

উল্লেখ্য গাজী ইসহাক হোসেন তালুকদার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সোমবার সন্ধায় ইন্তেকাল করেন। ইসহাক হোসেন তালুকদার ১৯৫০ সালের জুন মাসে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের বাকাই গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। পিতার নাম মৃত ইসরাইল হোসেন। তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন। দেশ স্বাধীনের পর ১৯৮৬, ২০০৮ ও ২০১৪ সালে তৃতীয় বারের মত আওয়ামীলীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর মধ্যে ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন।

(এসএস/অ/অক্টোবর ০৭, ২০১৪)