রিপন মারমা, রাঙামাটি : রাঙামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাইবাছড়া গ্রামে সাপের ছোঁবলে এক তরুণের মৃত্যু হয়েছে। উপজেলা স্থানীয় কবিরাজ সাপের ছোঁবলে লোকটিকে অবহেলিত ভাবে চিৎকিসা দেন সেই কারণেই তার প্রাণহানি হয়েছে বলে অভিযোগ পরিবারের।

বৃহস্পতিবার (৪ আগস্ট) রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে বাইরে গেলে একটি বিষাক্ত সাপ তাকে ছোঁবল দেয়। এরপর স্থানীয় কবিরাজের বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৬ আগস্ট) ভোররাতে তার মৃত্যু হয়। নিহত তরুণ সুখেন চাকমা বাইবাছড়া গ্রামের তত্ত্ব চাকমার একমাত্র ছেলে।

স্থানীয়রা বলছেন, সাপে কামড়ানোর পরে স্থানীয় কবিরাজ সুখেনকে নিজ বাড়িতেই চিকিৎসা দিলেও তাতে সুফল মেলেনি। ভোররাত দুইটার দিকে তার মৃত্যু হয়। তাকে কবিরাজের চিকিৎসা না করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে এই ধরনের ঘটনা হতো না।

স্থানীয়রা আরো বলেন, অতিরিক্ত গরমের কারণে সাজেকে মাটির গর্ত থেকে বিষধর সাপের আনাগোনা গত কয়েকদিন ধরেই বেড়ে গেছে। তারা বিষধর সাপের আতঙ্কে ভুগছেন বলে জানিয়েছেন।

সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। অসচেতনতার অভাবে অকালে ছেলেটা মারা গেলো। পরিবারের একমাত্র সন্তানের মৃত্যুতে তার পরিবারের শোকের ছায়া নেমে এসেছে বলেও জানান তিনি।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার গণমাধ্যমকে জানান, এই ধরনের ঘটনা খুবই বেদনাদায়ক। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মাধ্যমে স্থানীয় জনগণের মাঝে এই বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হবে যাতে আগামীতে এই ধরনের ঘটনা আর না ঘটে।

(আরএম/এসপি/আগস্ট ০৬, ২০২২)