মাদারীপুর প্রতিনিধি : তেলের দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন মাদারীপুরের ট্রাক ও পিকআপ চালকরা। তেলের দাম বৃদ্ধি পেলেও পরিবহণ খরচ বৃদ্ধি না পাওয়ায় অনেকেই ট্রাকস্টান্ডে অলস সময় পার করছেন। হঠাৎ জ্বালানী তেলের দামবৃদ্ধি পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন অনেকেই।

ট্রাক ও পিকআপ চালকরা জানান, হঠাৎ করে কোন পূর্ব ঘোষণা ছাড়াই জ্বালানী তেলের দাম বৃদ্ধি পেলেও বাড়েনি পরিবহণ খরচ। এ জন্য দুরে কোথায়ও মালামাল পরিবহণ করতে রাজি নন চালকরা। এতে পরিবার-পরিজন নিয়ে পড়েছেন চরম বিপাকে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত হাতেগোনা কয়েকজন ট্রাক নিয়ে সড়কে মালামাল আনা-নেয়া করলেও বাকিরা তাকিয়ে আছেন সরকারি নির্দেশনার অপেক্ষায়।

মাদারীপুর জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি মো. ইউসুফ আলী জানান, জেলায় দুই শতাধিক ট্রাক ও শতাধিক পিকআপ রয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে সরকার নির্ধারিত মূল্যেই পাম্পগুলোতে জ্বালানী তেল বিক্রি করছে। কিন্তু ট্রাক, লরি কিংবা পিকআপে পরিবহণ খরচ বাড়তি দিচ্ছে না মালিকরা। এতে চরম বিড়ম্বনার সৃষ্টি হয়েছে। সরকারের উচিৎ দ্রুত এই সমস্যার সমাধান করা।

(এএসএ/এএস/আগস্ট ০৭, ২০২২)