মাদারীপুর প্রতিনিধি : ডাইনোসররা যেভাবে মারা গেছে, আমার ডাকঘর সেভাবে মরবে না, বাংলাদেশটা আসলে সোনা ফলা একটি দেশ। আমি কামনা করি আমাদের মায়েরা এই সোনার বাংলা গড়ে তোলার ক্ষেত্রে অসাধারণ ভুমিকা পালন করবে। এক সময়ে চিঠি পত্র ছাড়া যোগাযোগের কোন মাধ্যম ছিলো না। এখন প্রযুক্তিগত পরিবর্তন হয়েছে। তাই ডাকঘর ডিজিটাল হচ্ছে এবং প্রযুক্তির সাথে খাপ খাইয়ে চলছে।’

শনিবার দুপুরে মাদারীপুরের রাজৈর উপজেলার নির্মাণাধীন ডাকঘরের নতুন ভবন পরিদর্শনে এসে এসব কথা বলেন, বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার।

এ সময় রাজৈর উপজেলা নির্বাহী অফিস কক্ষে এক মুক্ত আলোচনায় মন্ত্রী অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল (পিপিএম বার), রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুজ্জামান, রাজৈর থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন, জেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক জিহাদুর রহমান সবুজ, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুমন তালুকদার প্রমুখ।

(এএসএ/এএস/আগস্ট ০৭, ২০২২)