এটিএম রাশেদুল ইসলাম, বগুড়া : বগুড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মজুদ করা ১২ হাজার বস্তা সার জব্দ এবং গোডাউন সিলগালা করা হয়। রবিবার (৭ আগস্ট) রাত সাড়ে এগারোটার দিকে বগুড়া সদরের এরুলিয়া এলাকায় মঞ্জুকরিম ট্রেডার্সের গোডাউনে মজুদ করা সার জব্দ করা হয়। অভিযানের সময় গোডাউনের মালিক নাজমুল পারভেজ কনক পলাতক ছিলেন।

বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) সমর কুমার পাল জানান, বগুড়া সদর উপজেলায় যতো সার বিক্রয়কারী ডিলার রয়েছেন তার মধ্যে নাজমুল পারভেজ কনকের নাম নেই। তিনি অবৈধভাবে ডিএপি ও ইউরিয়া সার মজুদ করে আসছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে মজুদ করা গোডাউন ভর্তি আনুমানিক ১২ হাজার বস্তা ডিএপি ও ইউরিয়া সার জব্দ করা হয়। এছাড়াও একটি সম্পূর্ণ ভর্তি এবং একটি খালিসহ ২টি ট্রাক জব্দ করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন, বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম, এরুলিয়া ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতিকসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

(এআর/এসপি/আগস্ট ০৮, ২০২২)