রবিউল ইসলাম, গাইবান্ধা : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মীনি বঙ্গমাতা শেখ ফজিলাতুনেছা মুজিবের ৯২তম জন্মদিন উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ীতে বঙ্গমাতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগ সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।

৮ আগস্ট সোমবার সকালে উপজেলা টাউন হলরুমে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি আবু বকর প্রধান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সহ সভাপতি অধ্যক্ষ সাইফুলার রহমান চৌধুরী তোতা, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল, থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা আফতাব হোসেন, রিপোটার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, উপজেলা কৃষকলীগ সভাপতি মহব্বত জান চৌধুরী, মহিলা আওয়ামী লীগ সভাপতি সাবিনা ইয়াসমিন ঝুনু, শিক্ষক মিজানুর রহমান মিজান প্রমূখ। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে দুস্থ,অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ টাকা বিতরণ করা হয়েছে।

(আরআর/এসপি/আগস্ট ০৮, ২০২২)