ইকবাল মাহমুদ হিরু, সদরপুর : ফরিদপুর জেলার সদরপুর উপজেলায়  নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালিত হয়।

এ উপলক্ষে গতকাল সকালে উপজেলা চত্তরে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন। পরে উপজেলা দরবার হলে নির্বাহী অফিসার মোঃ আহসান মাহামুদ রাসেলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, কৃষি কর্মকর্তা বিধান রায়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ জামশেদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ গাফফার, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আনিসুর রহমান, প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ মানবেন্দ্র মজুমদার, উপজেলা প্রকৌশলী আব্দুল মমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ শহিদুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ প্রমুখ।

আলোচনা সভা বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন, মুক্তিযোদ্ধা ও স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

(আইএইচ/এসপি/আগস্ট ০৮, ২০২২)