রাজন্য রুহানি, জামালপুর : সারাদেশে জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ও যানবাহনের ভাড়া সহনীয় পর্যায়ে আনার দাবিতে মানববন্ধন করেছে জামালপুর জেলা নাগরিক কমিটি, হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক ও সম্মিলিত সামাজিক আন্দোলন। সেই সঙ্গে মানববন্ধনে ধর্ষক, অপহরণকারী, নারী ও শিশু নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানানো হয়।

মঙ্গলবার (৯ আগস্ট) সকালে শহরের দয়াময়ী চত্বরে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জামালপুর জেলা নাগরিক কমিটির সভাপতি জাহাঙ্গীর সেলিম, সচেতন নাগরিক কমিটির সভাপতি অজয় কুমার পাল ও ভাষা সৈনিক মতি মিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান স্বাধীন।

এ সময় জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম দ্রুত হ্রাসসহ সারাদেশে ধর্ষক, অপহরণকারী, নারী ও শিশু নির্যাতনকারীদের দ্রুত আইনের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।

(আরআর/এএস/আগস্ট ০৯, ২০২২)