রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে জ্বালানি তেলের দাম কমিয়ে কৃষক বাঁচানোর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী আন্দোলন। সেই সঙ্গে সমাবেশে কৃষি উপকরণের দামও কমানোর দাবি জানানো হয়।

মঙ্গলবার (৯ আগস্ট) বিকেলে শহরের দয়াময়ী মোড়ে এ উপলক্ষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা ইসলামী আন্দোলনের সভাপতি ডা. সৈয়দ ইউনূস আহাম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মুফতি মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হযরত মাওলানা দেলওয়ার হোসাইন, সদর থানার সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান, জেলা যুব আন্দোলনের সভাপতি মুফতি সালেহ আহম্মেদ, পৌর শাখার সভাপতি মাওলা রাজ মাহমুদ, জেলা ইসলামি ছাত্র আন্দোলনের সভাপতি মো. আশেক মাহমুদ, সহ-সভাপতি শাহেদ আলী আকন্দ, জেলা শ্রমিক আন্দোলনের সহ-সভাপতি মোখছেদুর রহমান, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ইখলাস হাসান প্রমুখ।

সমাবেশে অতি দ্রুত জ্বালানি তেলের দাম কমিয়ে কৃষক বাঁচানোর দাবি জানান বক্তারা। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি মোড়ে গিয়ে শেষ হয় মিছিলটি।

(আরআর/এসপি/আগস্ট ০৯, ২০২২)