রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের মেলান্দহে দরপত্র আহ্বান ছাড়াই ভেঙে ফেলা হচ্ছে উপজেলা সাব রেজিস্ট্রার অফিস ভবন। এমনকি ভবনটিকে পরিত্যক্তও ঘোষণা করা হয়নি। তবু উপজেলা চেয়ারম্যান তার লোকজন দিয়ে ভবনটি ভেঙে নিচ্ছেন। এ নিয়ে স্থানীয় জনমনে সৃষ্টি হয়েছে তীব্র ক্ষোভ।

মেলান্দহ উপজেলা পরিষদ চত্ত্বরেই অবস্থিত এই সাব রেজিস্ট্রার অফিস ভবন। কয়েক বছর আগে কোটি টাকা ব্যয়ে এটি নির্মিত হয়। এ ভবনে স্বাভাবিক গতিতেই চলছিল সমস্ত কার্যক্রম। অথচ উপজেলা চেয়ারম্যান কোনো নিয়মনীতির তোয়াক্কা না করেই ভবনটি ভেঙে ফেলছেন। ভবন ভাঙার দায়িত্ব পালন করছেন উপজেলা যুবলীগের সভাপতি ইব্রাহিম খলিলুল্লাহ।

এ বিষয়ে মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান জানান, দরপত্র আহ্বান করা না হলেও উপজেলা পরিষদের সিদ্ধান্তেই সাব রেজিস্ট্রার অফিস ভবন ভাঙা হচ্ছে।

মেলান্দহ উপজেলা যুবলীগের সভাপতি ইব্রাহিম খলিলুল্লাহ সাংবাদিকদের জানান, উপজেলা চেয়ারম্যানের নির্দেশেই তিনি সাব রেজিস্ট্রার অফিস ভবন ভাঙার দায়িত্ব পালন করছেন।

(আরআর/এসপি/আগস্ট ১০, ২০২২)