কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের মাধবপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে মামা ও ভাগ্নে গ্রুপের লোকজনদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় গ্রুপের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, মাধবপুর গ্রামে দীর্ঘদিন ধরে শাহাজুদ্দিন ও জলিল মন্ডলের ছেলে লিয়াকত মন্ডল গ্রুপের লোকজনদের বিরোধ চলছিল। শাহাজুদ্দিন সম্পর্কে লিয়াকতের মামা হয়। প্রায়ই তাদের মধ্যে রক্তক্ষয়ী সংর্ঘষ বাধে।

মঙ্গলবার দুপুর থেকে এলাকায় উত্তেজনা শুরু হয়। তারপর থেকে গভীর রাত পর্যন্ত কয়েক দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হলেও উভয় পক্ষের লোকজন, ঢাল, সুড়কিসহ দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে আড়ালে অবস্থান নিয়েছে। আবারো সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

(কেকে/অ/অক্টোবর ০৭, ২০১৪)