স্পোর্টস ডেস্ক : ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস। মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকাণ্ডের কালিমালিপ্ত বেদনাবিধুর এক দিন। ১৯৭৫ সালের এ দিনে প্রতিক্রিয়াশীল ঘাতকচক্রের হাতে বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়।

পুরো দেশ ও জাতি গভীর শ্রদ্ধায় স্মরণ করছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অন্যান্য শহীদ সদস্যদের। যেখানে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে শুরু করে জাতীয় ক্রিকেটাররাও। শোক দিবস উপলক্ষ্যে নানান আয়োজনও রেখেছে বিসিবি।

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে বিসিবির পক্ষ থেকে লেখা হয়েছে, ‘যিনি না থেকেও বাংলার মানুষের হৃদয়ে বেঁচে আছেন মৃত্যুঞ্জয়ী হয়ে, সেই বঙ্গবন্ধু আজও আমাদের সামনে এগিয়ে যাবার প্রেরণা। জাতীয় শোক দিবসে স্বাধীনতার মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি।’

বঙ্গবন্ধুর ছবিসহ করা পোস্টে জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল লিখেছেন, ‘বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ই আগস্টের অন্যান্য শহীদদের।’ একই পোস্ট করেছেন তারকা পেসার তাসকিন আহমেদও।

জাতীয় দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান লিখেছেন, 'এই দিনে পৃথিবী হারিয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশের মানুষের জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছিলেন এবং নিশ্চিত করেছিলেন যেন আমরা সবাই সগর্বে বলতে পারি যে এই দেশটি আমার। জাতীয় শোক দিবসে সমগ্র জাতির সাথে আমরাও সমবেদনা প্রকাশ করছি।'

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও নির্ভরযোগ্য ব্যাটার মুশফিকুর রহিম লিখেছেন, ‘আমাদের দেশের জন্য জাতির পিতার আত্মত্যাগ ও অবদানের কথা আমরা কোনোদিনও ভুলবো না। আমরা শোকাহত।’

দলের তারকা অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ লিখেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মিশে আছেন আমাদের অনুভূতি ও অন্তরাত্মায়। জাতীয় শোক দিবসে এই মহান নেতার প্রতি বিনম্র শ্রদ্ধা। বাঙালির মৃত্যুঞ্জয়ী চেতনায় বেঁচে আছেন তিনি, এবং বেঁচে রবেন।’

উল্লেখ্য, জাতীয় শোক দিবসে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে পবিত্র কোরআনখানি, বিশেষ মোনাজাত ও খাবার বিতরণের আয়োজন করা হয়েছে। সর্বমোট ৪ হাজার মানুষের এক বিশাল সমাগম-এর উদ্যোগ নিয়েছে বিসিবি।

(ওএস/এসপি/আগস্ট ১৫, ২০২২)