সিরাজগঞ্জ প্রতিনিধি : জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্যে বৃদ্ধির প্রতিবাদে এবং ইউরিয়া সার সহ নিত্যপন্যের দাম কমানোর দাবিতে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সিরাজগঞ্জ কোট চত্বরে বাম গণতান্ত্রিক জোট সিরাজগঞ্জ জেলা শাখার এক গন অবস্থান ও সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয় । 

গণ অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, বাম গনতান্ত্রিক জোট সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমরেড ইসমাইল হোসেন, সদস্য সচিব কমরেড নব কুমার কর্মকার, সিপিবি নেতা নূরুল আমিন, শফিকুল ইসলাম, বাসদ নেতা রফিকুল ইসলাম , এমদাদুল হক, শ্রমিক ফ্রন্ট নেতা সন্তোষ কুমার বাবু প্রমূখ ।

এসময় বক্তারা বলেন, বর্তমান সরকার সর্বক্ষেতে গন বিরোধী সিদ্ধান্ত নিয়ে চলেছে, জ্বালানি তেল গ্যাস সার সহ সকল পন্যের দাম একের পর এক বাড়িয়ে চলছে, যার ফলে সাধারণ শ্রমজীবীদের জীবন দূর্বিসহ হয়ে মানবেতর জীবন যাপন করছে ।

বক্তারা অবিলম্বে জ্বালানী তেলের দাম , সারের দাম সহ সকল নিত্যপন্যের দাম কমানোর জোর দাবি জানান। এক ঘন্টা গন অবস্থান কর্মসূচি শেষে জোটের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

(আই/এসপি/আগস্ট ১৬, ২০২২)