ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের চৌহালী উপজেলার উমারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন মন্ডলের বিরুদ্ধে ১২ জন ইউপি সদস্য অনাস্থা প্রস্তাব দিয়েছেন৷

চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর গত রবিবার তারা লিখিত ভাবে এই অনাস্থা প্রস্তাব জমা দেন ৷ ইউপি সদস্যরা বলেন, ইউনিয়ন পরিষদ তার বাড়িতে হওয়ায় সেখানে গেলে ভয়ভীতি দেখানো, সাদা রেজুলেশন বহিতে জোর করে স্বাক্ষর নেয়া, ৩০ কর্মদিবসের মধ্যে প্যানেল চেয়ারম্যান গঠন না করা, জন্ম নিবন্ধন প্রতি ২০০ ও ট্রাক্স ও নিবন্ধন ফি ২০০ টাকা সরকারি কোষাগারে জমা না দেয়া, কার্ডধারী জেলেদের ভিজিএফের চালে প্রদানে অনিয়ম, ভিজিডি কার্ডধারীদের মাঝে মাল বিতরণে অনিয়ম ও কাবিখা প্রকল্পের সভাপতির পক্ষে স্বাক্ষর দিয়ে ডিও উত্তোলন ৷

ইউপি সদস্য মোঃ মনজু সরকার বলেন, চেয়ারম্যানের কাছে আমরা অসহায়। আমরা কোনো কাজই করতে পারছি না। তদন্ত করলেই অনাস্থা প্রস্তাবের কারণ হিসেবে উল্লেখ করা বিষয়গুলোর সত্যতা পাওয়া যাবে।’

ষড়যন্ত্র করে এই অনাস্থা প্রস্তাব দেওয়া হয়েছে দাবি করে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন মন্ডল বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলোর কোনো ভিত্তি নেই। তাদের মিথ্যা ও অনৈতিক প্রস্তাব মেনে না নেওয়ায় আমার বিরুদ্ধে অভিযোগ করেছে ৷ তাদের অনৈতিক বিষয়গুলি সংবাদ সম্মেলনের মাধ্যমে অচিরেই সবার সামনে তুলে ধরা হবে ৷

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ আফসানা ইয়াসমিন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নিয়া হবে।

(আই/এসপি/আগস্ট ১৭, ২০২২)