রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে নিপা নামে এক নারী এনজিও কর্মীকে হত্যাচেষ্টা মামলার আসামি ইউপি চেয়ারম্যান আলম আলীসহ জড়িতদের গ্রেপ্তারে অনুষ্ঠিত মানববন্ধনে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে বক্তারা।

আসামিরা প্রকাশ্যে ঘুরলেও তাদের গ্রেপ্তার না করায় পুলিশের প্রতি ক্ষোভ প্রকাশ করে মানববন্ধনে বক্তারা এ আল্টিমেটাম দেন। সেই সঙ্গে নিপাকে নির্যাতন ও হত্যাচেষ্টা ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে আরও বলেন, শরিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম আলীর নির্দেশে এনজিও কর্মী নিপাকে অপহরণ করে নির্যাতন ও হত্যাচেষ্টা চালায় আসামিরা। এ ঘটনায় থানায় মামলা হলেও অজ্ঞাত কারণে আসামিদের গ্রেপ্তার করছে না পুলিশ। অথচ আসামিরা শহরে ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যেই।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে বক্তারা দাবি করেন, ইউপি চেয়ারম্যান পদ থেকে আলম আলীকে অবিলম্বে অপসারণ করুন। লুটপাট, দুর্নীতিসহ তার বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই। ইতোমধ্যে তিনি দলীয় পদ থেকেও বহিস্কার হয়েছেন।

নিপার ভাই আব্দুল্লাহ আল মামুন সুমন বলেন, আলম চেয়ারম্যানসহ আসামিদের গ্রেপ্তারে পুলিশ কোনো চেষ্টাই করেনি। আসামিরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে দাপিয়ে বেড়ালেও রহস্যজনক কারণে তাদের গ্রেপ্তার করা হচ্ছে না।

শনিবার (২০ আগস্ট) সকাল ১০টায় জামালপুর প্রেসক্লাবের সামনের সড়কে নিপা অপহরণ ও হত্যাচেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক, জামালপুর নাগরিক কমিটি ও সম্মিলিত সামাজিক আন্দোলন।

নাগরিক কমিটির সভাপতি জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সনাকের সভাপতি অজয় কুমার পাল, সাংবাদিক মোস্তফা মনজু, সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন সুমন, সম্মিলিত সামাজিক আন্দোলনের সাংগঠনিক সম্পাদক সুমন মাহমুদ প্রমুখ।

উল্লেখ্য, গত ৫ আগস্ট জামালপুর থেকে অপহরণের ৬ দিন পর জুয়াইরিয়া নিপাকে অচেতনবস্থায় নেত্রকোণার পূর্বধলা থেকে উদ্ধার করে পুলিশ। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শরিফপুর ইউপি চেয়ারম্যান আলম আলীসহ ৫ জনকে আসামি করে মামলা দায়ের হলেও এখনো গ্রেপ্তার হয়নি আওয়ামী লীগ থেকে বহিস্কৃত ইউপি চেয়ারম্যান আলম আলী।

(আরআর/এএস/আগস্ট ২০, ২০২২)