ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের শাহজাদপুরের বলদীপাড়া হলদিঘর গ্রামের শিশু কিশোরদের শতবর্ষীয় ঐতিহ্যবাহী একমাত্র পুরাতন খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন গ্রামবাসী।

শনিবার বিকেল ৪টায় বলদিপাড়া গ্রামের খেলার মাঠ প্রাঙ্গনে মাঠ রক্ষার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে এ মানববন্ধন করেন হাজারও নারী পুরুষ।

মানববন্ধনে উপস্থিত গ্রামবাসী বলেন, বলদিপাড়া গ্রামের এ খেলার মাঠে প্রায় ১০০ বছর ধরে বলদিপাড়া আশেপাশের আরও চার গ্রামের শিশু, তরুণ এবং বয়স্করাও খেলাধুলা করে আসছে। এ চার গ্রামের মধ্যে এটিই একমাত্র খেলার মাঠ।

তবে সম্প্রতি স্থানীয় প্রশাসন খেলার মাঠ দখল করে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছে। আশ্রয়ণ প্রকল্প হোক তা আমরাও চাই, কিন্তু গ্রামের খেলার মাঠ ধ্বংস করে প্রকল্প না করার দাবি আামাদের।

মানববন্ধনে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক ও গ্রীন ভয়েসের সমন্বয়ক আলমগীর কবির, তেঁতুলতলা মাঠ রক্ষা আন্দোলনের সমন্বয়ক সৈয়দা রত্না, গ্রীন ভয়েসের ময়মনসিংহ বিভাগের সমন্বয়ক শাকিল কবির, বলাইশিমুল মাঠ রক্ষা আন্দোলনের সমন্বয়ক আবুল কালাম আজাদ, ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রীন ভয়েসের সাধারণ সম্পাদক তারেক রায়হান, রংপুর বিভাগের গ্রীন ভয়েসের সমন্বয়ক মুনসাফা তৃপ্তি উপস্থিত থেকে মাঠরক্ষার সংহতি প্রকাশ করেন।

মানববন্ধন শেষে উক্ত মাঠ প্রাঙ্গনে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অধিবেশন অনুষ্ঠিত হয়। যেখানে খেলা উপভোগ করেন শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান আজাদ রহমান সহ হাজারও জনতা।

(আইএইচ/এএস/আগস্ট ২০, ২০২২)