গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম সাময়িক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠেছে। আজ রোববার জেলা শহরের বিভিন্ন কোচিং সেন্টার গুলোতে এসব প্রশ্নপত্র সাজেশন হিসেবে শিক্ষার্থীদের দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আগামীকাল সোমবার গোপালগঞ্জ সদর উপজেলার সবক’টি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন অভিভাবক জানিয়েছেন,শহরের বিভিন্ন কোচিং সেন্টার গুলোতে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম সাময়িক পরীক্ষার প্রশ্নপত্র সাজেশন হিসেবে শিক্ষার্থীদের দেয়া হয়েছে। আগামীকাল সোমবারের ইসলাম ধর্ম ও নৈতিকশিক্ষা এবং হিন্দু ধর্ম ও নৈতিকশিক্ষার প্রশ্নপত্র একই ভাবে শহরের বিভিন্ন কোচিং সেন্টার থেকে সাজেশন হিসেবে শিক্ষার্থীদের দেয়া হয়েছে। কোন কোন কোচিং সেন্টার থেকে প্রশ্নপত্রের ফটোকপিই শিক্ষার্থীদের দিয়ে দেয়া হয়েছে। এতে কোমলমতি শিক্ষার্থীদের নকলে উৎসাহিত করা হচ্ছে বলে অভিভাবকরা মন্তব্য করেছেন। তারা এসব কোচিং সেন্টার বন্ধ করে দেয়ার দাবী জানিয়েছেন।

গোপালগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবু আহাদ মিয়া জানিয়েছেন, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ নিয়ে আমার কাছে কেউ আসেনি। পরীক্ষার আগেই স্ব-স্ব স্কুলের প্রধান শিক্ষকদের কাছে প্রশ্নপত্র দিয়ে দেয়া হয়। সেখান থেকে প্রশ্নপত্র ফাঁস হলে আমার কি করার আছে। প্রশ্নপত্র ফাঁস হলে তার দায়-দায়িত্ব প্রধান শিক্ষকগণের।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহ আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, আমি বিষয়টি জানার পর উপজেলা শিক্ষা অফিসারকে পরীক্ষা বাতিল করে নতুন প্রশ্ন-পত্রে পরীক্ষা নেয়ার নির্দেশ দিয়েছি।
(এমএইচএম/এলএস/এপ্রিল ২৭/২০১৪)