রিপন মারমা, রাঙামাটি : রাঙামাটি  কাপ্তাইয়ে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত তিনটি ড্রেজার মেশিন ও আনুষাঙ্গিক যন্ত্রপাতি জব্দ করেছে কাপ্তাই উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।


সোমবার (২২ আগস্ট ) বিকাল ১ টায় ৩০ মিনিট থেকে বিকাল সাড়ে ৩ টায় পর্যন্ত ২নং রাইখালী ইউনিয়নের পূর্ব কোদালার ষাটতলী নামক এলাকায় অবৈধ ভাবে পাহাড় কেটে বালি উত্তোলনের সময় বালু উত্তোলন ৩টি ড্রেজার মেশিন, সাড়ে ৪শ ফুট পাইপ, ১৫ লিটার ডিজেল এবং ১৩ হাজার ঘনফুটের ২টি বালুর স্তুপ জব্দ করা হয়। এতে জড়িত কাউকে আটক করতে পারেনি অভিযানকারীরা।

অভিযান কালে কাপ্তাই ৪১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সাব্বির আহমেদ এর নেতৃত্বে বিজিবি সদস্যরা এবং এএসআই মোঃ ইকবাল হোসেন এর নেতৃত্বে চন্দ্রঘোনা থানার পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।

এ বিষয়ে কাপ্তাই উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান বলেন, গোপন সংবাদ ভিত্তিতে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় সেসময় রাইখালী ইউনিয়ন চন্দ্রঘোনা থানা আওতাধীন পাহাড় এলাকায় ড্রেজার মেশিন বসিয়ে একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ড্রেজারসহ আনুষাঙ্গিক যন্ত্রপাতি জব্দ করা হয়। পাহাড় খেকোদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।এই সমস্ত অবৈধ ভাবে বালু উত্তোলন কাজে যারা জরিত তাদের'কে খুঁজে বের করে আমরা আইনে আওতায় নিয়ে আসব এজন্য এলাকাবাসীর সহযোগিতায় ও ব্যাপক গণসচেতনতা কামনা করেছেন উপজেলা প্রশাসন।

এদিকে অভিযান শেষে জনসম্মুখে বালি তোলার পাইপ ধ্বংস করা হয় এবং জব্দকৃত ড্রেজার মেশিন, বালি ও ডিজেল ২নং রাইখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মংক্য মারমার জিম্মায় রেখে নিলামের ব্যবস্থা করা হয়।

(আরএম/এসপি/আগস্ট ২২, ২০২২)