ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ সকল শহীদ ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরণে আলোচনা সভা দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল করেছে নীলফামারী জেলা ছাত্রলীগ। রবিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদ সরকারের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মশফিকুর ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন প্রমুখ।

এর আগে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে আবার শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। রবিবার দুপুরে বিএনপির মিছিল থেকে প্রধানমন্ত্রী সম্পর্কে কুরুচিপূর্ণ শ্লোগান দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখেন পৌর, উপজেলা ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন বলেন, এখন থেকে এর জবাব সাথে সাথে দেওয়া হবে। কারণ আমরা যদি তাদের এই সুযোগ দেই, তারা ২০১৩-২০১৪ সালের মতো ঘটনা আবারো ঘটানো শুরু করবে। কাজেই শুরুতেই তাদের বিষদাঁত ভেঙে দিতে হবে। আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।

পৌর আওয়ামী লীগের সভাপতি মশফিকুল ইসলাম রিন্টু বলেন, রাজপথে তারা অশালীন ভাষায় শ্লোগান দিয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি এই অপতৎপরতা বাঁধা না দেয়, তবে আওয়ামী লীগ -ছাত্রলীগ এদের প্রতিরোধ করবে। এদের উচিত শিক্ষা দেওয়া হবে। এই অবস্থা আমরা আর দেখতে চাই না।

(ওআরকে/এএস/আগস্ট ২২, ২০২২)