রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের সরিষাবাড়ীতে মেজর, পুলিশ ও গোয়েন্দা সংস্থার ভুয়া অফিসার পরিচয়ে প্রতারণার অভিযোগে লিটন মিয়া (৩৫) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৪ আগস্ট) দুপুরে পুলিশের করা মামলায় তাকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। প্রতারক লিটন সরিষাবাড়ী পৌরসভার বাউসি বাঙালিপাড়া গ্রামের সোহরাব আলীর ছেলে।

পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে নিজেকে পুলিশ, ডিবি, সেনাবাহিনীর কর্ণেল, মেজর, এনএসআই, ডিজিএফআই ও দুদকের উর্ধতন কর্মকর্তা পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করছিলেন লিটন মিয়া। ভুয়া পরিচয়ে উপজেলার চেয়ারম্যান-মেম্বার, মেয়র-কাউন্সিল, ব্যবসায়ী, রাজনৈতিক নেতাসহ অনেকের কাছ থেকে ভয়ভীতিসহ নানা কৌশলে অর্থ হাতিয়ে নিতেন তিনি। এসব ঘটনায় মঙ্গলবার থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পরে ওইদিন রাতে সরিষাবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর জানান, প্রতারক লিটন মিয়াকে আদালত জেল হাজতে পাঠিয়েছেন।

(আরআর/এসপি/আগস্ট ২৪, ২০২২)