পাথরঘাটা প্রতিনিধি : শনিবার ২৭ আগষ্ট বেলা ১১টার দিকে বরগুনার পাথরঘাটা কোস্টগার্ডের বিরুদ্ধে পশ্চিম জালিয়াঘাটা গ্রামবাসী রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করেছে।

ওই গ্রামের ছত্তার হাওলাদারের ছেলে কাঠমিস্ত্রি হাবিব (৩৪)কে ইয়াবা দিয়ে কোষ্টগার্ড সদস্যরা আটক করে পুলিশে দিয়েছে বলে মানববন্ধন থেকে অভিযোগ করা হয়। বিষয়টি অস্বীকার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের পাথরঘাটায় দায়িত্বরত লে.মোমিনুল ইসলাম।

জানাগেছে, গত বৃহস্পতিবার কালমেঘা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ছত্তার খায়ের দোকানের নিকট থেকে সোর্সের দেয়া তথ্যমতে কোষ্টগার্ডের গোয়েন্দা কর্মকর্তা কাঠমিস্ত্রি হাবিব কে ২৮৭ পিস ইয়াবাসহ আটক করে। পরে পুলিশ হেফাজতে হাবিব তার স্বজন ও সাংবাদিকদের কাছে তাকে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ করে।

কাঠমিস্ত্রি হাবিবের বাবা ছত্তার হাওলাদার,স্ত্রী শারমিন শাশুরী কাজলরেখা হাবিবকে নির্দোষ দাবি করে তার মুক্তি চান।
মানববন্ধনে হাবিবের চাচা শাহ আলম হাওলাদার,স্ত্রী শারমিন শাশুরি কাজলরেখা,বাবা আ ছত্তার
প্ততিবন্দি ছেলে তামিম(১৪) ও শিশু পুত্র তরিকুল (৫) উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দা মজিবর বলেন, হাবিব অপরাধ করলে আমরা তার জামিন চাই না। কিন্তু নির্দোষী হলে তার মুক্তি চাই।

মানববন্ধনে যোগদেয়া পশ্চিম জালিয়াঘাটা ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক হোসেন সেন্টু বলেন, আমার জানামতে হাবিব একজন কাঠমিস্ত্রি। সে এই অপরাধের সঙ্গে সম্পৃক্ত হতে পারে; তা এলাকাবাসী বিশ্বাস করেনা।

পার্শ্ববর্তী কালমেঘা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রহিম বলেন,এইসব অপরাধে প্রকৃতভাবে যারা দায়ী;কেবল তাদেরকেই যেনো প্রশাসন আইনের দন্ডে দন্ডিত করেন। নির্দোষীরা কেনো আটকে থাকবে?

কাকচিড়া ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু বলেন, ইয়াবা ব্যবসায়ী এবং সেবনকারিদের বিরুদ্ধে এই অভিযান অব্যহত থাকুক। প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হোক নির্দোষী যেনো ষড়যন্ত্রের শিকার না হয়।

কোষ্টগার্ড দক্ষিণ জোনের স্টেশণ কর্মকর্তা লে.মোমিনুল ইসলাম বলেন, যিনি ইয়াবাসহ বিভিন্ন অপরাধের দায়ে ধরে পরেন; স্বাভাবিক ভাবে তার পরিবারের পক্ষ থেকে তাকে নির্দোষী বলা হয়। এটিই স্বভাবিক। কারণ এরা পরিবারের কাছে বলেকয়ে কিন্তু অপরাধে জড়ায় না।

(এটি/এসপি/আগস্ট ২৭, ২০২২)