রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর পৌরসভার সিএন্ডবি রোড থেকে ১২ কেজি গাঁজাসহ চার যুবককে আটক করেছে র‍্যাব। সেই সঙ্গে গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি, তিনটি মোবাইল ফোন ও দশ হাজার টাকা জব্দ করা হয়।

আটক চার যুবক হলেন, কুমিল্লা জেলার বুড়িচং থানার নিমসার গ্রামের মৃত মোকলেছুর রহমানের ছেলে মো. ফয়সাল (২২), কিশারগঞ্জ জেলার তারাইল থানার জাওয়ার গ্রামের মো. ফুল মিয়ার ছেলে মো. জাকির হাসেন (৩২), ময়মনসিংহ জেলার নান্দাইল থানার মোড়াগালা গ্রামের মনজিল মিয়ার ছেলে মো. মুরাদ মিয়া (২৮) ও বারোগ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে মো. জাহাঙ্গীর আলম (২৮)।

রবিবার (২৮ আগস্ট) রাত পৌণে ১২ টার দিকে ওই চার যুবককে আটক করে জামালপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে। সোমবার (২৯ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১৪ কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান।

কমান্ডার আরও জানান, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য তিন লাখ ষাট হাজার টাকা। আটক মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

(আরআর/এএস/আগস্ট ২৯, ২০২২)