রাজন্য রুহানি, জামালপুর : বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন এমপি বলেছেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই যারা মাদক ব্যবসার সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বুধবার (৩১ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এমপি এসব কথা বলেন।

এমপি আরও বলেন, মাদকসেবী ও কারবারিদের সামাজিকভাবে বয়কট করতে হবে। যার যার অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সবাইকে সোচ্চার হতে হবে। প্রতিটি গ্রামে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে নিয়মিত অভিযান চালাতে হবে। আর তাদেরকে স্থানীয় জনপ্রতিনিধিরা সহযোগিতা করবেন।

জেলা প্রশাসক শ্রাবস্তী রায়ের সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত পরিচালক এ কে এম শওকত ইসলাম প্রমুখ।

(আরআর/এএস/আগস্ট ৩১, ২০২২)