রিপন মারমা, রাঙামাটি : স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী দেশে সকল অনিবন্ধিত বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করার প্রেক্ষিতে কাপ্তাই উপজেলায় স্বাস্থ্য বিভাগের অভিযান পরিচালনা করে অনুমোদনহীন স্বাস্থ্যসেবা ২ টি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেন।

বুধবার (৩১ আগস্ট) সকালে কাপ্তাই উপজেলার নতুন বাজার, বড়ইছড়ি সদরের বিভিন্ন বেসরকারি ডায়াগনিস্টিক সেন্টার ও প্যাথলজীতে এই অভিযান চালানো হয়।

কাপ্তাই উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি এই অভিযান পরিচালনা করেন। এসময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ ইলিয়াছ উপস্থিত ছিলেন।

কাপ্তাই উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি গণমাধ্যমকে জানান, অনুমোদনহীন বেসরকারি এসব প্রতিষ্ঠানের সংখ্যা আসতে আসতে বাড়ছে স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স, ফায়ার লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই চলছে বেসরকারি এসব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। তবে অনুমোদনহীন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন।

জানা যায়,অভিযান পরিচালনাকালীন সময়ে, কাপ্তাই নতুনবাজার হিলভিউ ডায়াগনস্টিক সেন্টারকে লাইন্সেস নবায়নের জন্য দুই সপ্তাহ সময় প্রদান করা হয় এবং কাপ্তাই ডায়াগনস্টিক সেন্টারকে সেবার মান বৃদ্ধির জন্য নিদের্শনা দেওয়া হয়। এদিকে নিবন্ধনের নবায়ন না থাকায় বড়ইছড়ি সদরের মেনকা প্যাথলজি এবং নিবন্ধন বিহীন বারোঘোনিয়া গেইট সংলগ্ন কর্ণফুলী প্যাথলজিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেন কাপ্তাই স্বাস্থ্য বিভাগ।

এছাড়া চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান মিশন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে পরিদর্শনে গেলে তাদের নিবন্ধন হালনাগাদ থাকায় ধন্যবাদ জ্ঞ্যাপন করেন কাপ্তাই স্বাস্থ্য বিভাগ।

(আরএম/এএস/আগস্ট ৩১, ২০২২)