রিপন মারমা, রাঙামাটি : চট্রগ্রাম - কাপ্তাই প্রদান সড়কে ৫ নং ওয়াগ্গা শীলছড়ি সীতার ঘাট সংলগ্ন এলাকায় দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে হাসপাতালে এবং অপর একজন চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালে পাঠানো হয়েছে। পরে চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে প্রেরণ করা হয়।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১ টায় দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, চট্টগ্রাম রাঙ্গুনিয়া আদিনা সেন ছেলে ড্রাইভার রনি সেন। ট্রাক পিরোজপুর-ন ১১০০৬৩

অপর প্রান্তে আরেকটি ট্রাক যশোর-ট ১১০১৬০ এর চালক মোহাম্মদ আক্তার, কাপ্তাই ডিসি টিলা গ্রামে সে মৃত রশিদের ছেলে তার মায়ের নাম আমেনা বেগম। ঘটনা পর পরে এলাকার লোকজন উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়।পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজের বাড়িতে ফিরে যায় বর্তমানে সে অক্ষত ও সুস্থ রয়েছেন।

এলাকাবাসী জানান, চট্রগ্রাম - কাপ্তাই প্রদান সড়কের রাস্তার আঁকাবাঁকা একাধিক জায়গায় গর্ত ও উচু নিচু আছে গর্ত ও উচু নিচু জায়গায় নেই কোন সর্তকতা সংকেত, রাতে মোটরসাইকেল সহ একাধিক যানবাহন দুর্ঘটনার কবলে পরেছে।
রাস্তার গর্তে দুর্ঘটনা এড়াতে জনসর্তকতার জন্য নেই কোন সর্তকতা সংকেত, যে জন্য দুর্ঘটনা হচ্ছে বলে মনে করছেন এলাকাবাসী ও সচেতন মহল। গাড়ি দুর্ঘটনায় সংবাদ পেয়ে কাপ্তাই থানার পুলিশ ঘটনাস্থলে এসে ট্রাক গুলো জব্দ করে থানাতে নিয়ে যায়। বর্তমানে ট্রাক গুলো কাপ্তাই থানার হেফাজতে রয়েছে বলে জানা যায়।

(আরএম/এসপি/সেপ্টেম্বর ০১, ২০২২)