শিমুল সাহা, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ওএমএস ডিলারদের মাধ্যমে নিন্ম আয়ের মানুষদের মাঝে ৩০ টাকা দরে চাল বিক্রি শুরু হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় লক্ষ্মীপুর পৌরসভা মজুপুরে এই চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাহাফুজ্জামান আশরাফ, পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাউদ্দিন টিপু। নিন্ম আয়ের পরিবারগুলি ওএমএসের আওতায় ৩০ টাকা দরে চাল ক্রয় করতে পারবে। এছাড়া টিসিবির ফ্যামিলি কার্ডধারীরাও অগ্রধিকার ভিত্তিতে চাল কিনতে পারবে।

জেলার প্রায় ১,১৭,৫০০ পরিবার ৩০ টাকা দরে মাসে দুইবার চাল করার সুবিধা পাবে। প্রতিদিন সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত আগামী ৩ মাস এই চাল বিক্রি করা হবে।

(এস/এসপি/সেপ্টেম্বর ০১, ২০২২)