লোহাগড়ায় অসহায় দুঃস্থদের মাঝে সেনাবাহিনীর খাদ্য সহায়তা প্রদান
.jpg)
লোহাগড়া প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে অসহায় দুঃস্থ মানুষদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
রবিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জিওসি ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়ার সার্বিক তত্ত্বাবধানে ৫৫ পদাতিক ডিভিশন এই সহায়তা সামগ্রী বিতরণ করে। এলাকার ৮০০ পরিবারের মাঝে এই সহায়তা সামগ্রীর প্রদান করা হয়। প্রতিটি প্যাকেটে ছিল চাল, ডাল, চিড়া, মুড়ি, তৈল, মসলা এবং পানি।
খাদ্য সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন, যশোর সেনানীবাসের লেঃ কর্ণেল নাজমুন্নাহার, পিএসসি, অধিনায়ক ৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সহ যশোর সেনানীবাসের একাধিক সেনা সদস্য।
(আরএম/এসপি/সেপ্টেম্বর ০৪, ২০২২)