রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর সদর উপজেলার ৪নং তুলশীরচর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক শামীম ইয়াজদানী।

রবিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় ডৌয়াতলা এস এইচ উচ্চ বিদ্যালয় মাঠে ওই ইউনিয়নের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করেন ইউনিয়নের কাউন্সিলররা।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোলাইমান হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লিটনের সঞ্চালনায় আয়োজিত ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক ফারুক আহাম্মেদ চৌধুরী, সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন সিআইপি, জেলা আওয়ামী লীগের সদস্য বিজন কুমার চন্দ, রেজাউল করিম রেজনু, এম খলিলুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শহীদুল্লাহ, যুগ্মসাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুক্তা, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন প্রমুখ।

এর আগে উদ্বোধনী বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এমএ মান্নান খান এবং প্রধান বক্তার বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান স্বপন।

ত্রিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন শেষে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশন।

সম্মেলনে সভাপতি পদে ২ জন ও সাধারণ সম্পাদক পদে ৫ জন প্রার্থী থাকলেও পরে প্রার্থীদের মধ্যে সমঝোতার ভিত্তিতে সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন। পরে সভাপতি পদে ২ জন ও সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থী রয়ে যায়। পরে ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

(আরআর/এএস/সেপ্টেম্বর ০৫, ২০২২)