শিমুল সাহা, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে মজু চৌধুরীর ঘাট ভোলা বরিশাল মহাসড়কে ভয়ভীতি ও জোরপূর্বক চাঁদাবাজি করার সময় হাতেনাতে ধরে জামাল হোসেন চৌধুরী (রাজু) (৪১) নামের একজনকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় প্রশাসনিক অভিযান টের পেয়ে ঘটনাস্থল থেকে জামালের মূল সহযোগীরা পালিয়ে যায়।

জামাল সদর উপজেলার টুমচর গ্রামের মৃত হোসেন আহম্মদ চৌধুরীর ছেলে।

রবিবার রাত ৮ টার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে সদর সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট অমিত রায় যৌথ অভিযান পরিচালনা করে পরিবহনে চাঁদাবাজি সময় জামাল হোসেন চৌধুরীকে হাতেনাতে ধরে। এসময় সে দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

লক্ষ্মীপুর সদর সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট অমিত রায় বলেন, পরিবহনে চাঁদাবাজির অভিযোগে জামাল হোসেন চৌধুরী নামের একজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। ভবিষ্যতে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

(এস/এসপি/সেপ্টেম্বর ০৫, ২০২২)