রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে যক্ষ্মা নিয়ন্ত্রণ ও নিরোধের উপায় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব)।

সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় জেলা পরিষদের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নাটাবের জেলা সভাপতি তানভীর আহমেদ হীরার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ।

এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাংবাদিক জুলফিকার মো. জাহিদ হাবীব ও ফজলে এলাহী মাকাম।

মতবিনিময় সভায় যক্ষ্মা নিয়ন্ত্রণ ও নিরোধে সবার করণীয় নিয়ে বিশেষ আলোচনা করা হয়। সেই সঙ্গে তামাক ও তামাকজাত দ্রব্য ব্যবহারের কুফলের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

(আরআর/এসপি/সেপ্টেম্বর ০৫, ২০২২)