শাহনাজ পারভীন, বকশীগঞ্জ : হযরত খাজার বশীর ইউনানী আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ২য় বর্ষের শিক্ষার্থী কাজুলী আক্তারের হত্যার প্রতিবাদে জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলা বাট্রাজোর নতুন বাজার হযরত খাজা বশীর ইউনানী আয়ুর্বেদিক মেডিকেল কলেজের ও হাসপাতালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়।

আজ মঙ্গলবার ১১টায় বকশিগঞ্জ উপজেলার বাট্টাজোড় নতুন বাজার হযরত খাজার বশীর ইউনানী আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল সম্মূখে শিক্ষার্থী কাজুলী আক্তার হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল আজমীরগঞ্জ দরবার শরীফ এ গিয়ে সমাপ্ত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রেখেছেন হযরত খাজার বশীর ইউনানী আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডক্টর ডাঃ খাজা নাসীরুল্লাহ্, ম্যানেজিং কমিটির অর্থ বিষয়ক সম্পাদক মোঃ হারুন অর রশিদ হুরমুজ, শিক্ষক ডাঃ শাফিউল্লাহ, শিক্ষার্থী মোঃ জিন্নাহ, কোহেলী আক্তার প্রমূখ।

বক্তাগণ হযরত খাজার বশীর ইউনানী আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ২য় বর্ষের মেধাবী ছাত্রী কাজুলী আক্তারের হত্যার সুষ্ঠু তদস্ত সাপেক্ষে বিচার ও হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। উপস্থাপনা করেছেন মাই টিভির জামালপুর জেলা প্রতিনিধি সাংবাদিক শামীম আলম।

(এসপি/এসপি/সেপ্টেম্বর ০৬, ২০২২)