মাগুরা প্রতিনিধি : শোষণ মুক্তির সংগ্রামকে ত্বরান্বিত করার জন্য মাগুরায় গতকাল মঙ্গলবার  সকাল ১১টায় দিনান্ত ক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল বাংলাদেশ জাসদের মাগুরা জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশ জাসদ মাগুরা জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ.টি.এম মহব্বত আলীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক করিম শিকদার, সাংগঠনিক সম্পাদক রফিকুল হক খোকন, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, ছাত্রলীগ- বিসিএল সভাপতি গৌতম চন্দ্র শীল, বাংলাদেশ জাসদ, মাগুরা জেলা শাখার সাবেক সহ-সভাপতি কামরুজামান চপল, সদস্য কাজী জিন্নাতুল নূর প্রমুখ।

বাংলাদেশ জাসদ মাগুরা জেলা শাখার সদস্য ও সম্মেলন প্রস্তুত কমিটি আহব্বায়ক বাসারুল হায়দার বাচ্চুর সঞ্চালনায় সম্মেলনে আরো বক্তব্য রাখেন বিপ্লবী কমিউনিস্ট লীগের মাগুরার সভাপতি অধ্যক্ষ কাজী নজরুল ইসলাম ফিরোজ, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকৌশলী শম্পা বসু, ছাত্রলীগ- বিসিএল সভাপতি আকাশ আহমেদ।

সম্মেলন থেকে দুই বছরের জন্য ছয় সদস্যের মাগুরা জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন এই কমিটির নেতৃবৃন্দ হলো- সভাপতি এ.টি.এম মহব্বত আলী, সহ- সভাপতি মতিয়ার রহমান, সহ- সভাপতি মাজেদুল হক, সাধারণ সম্পাদক কাজী জিন্নাতুল নূর, যুগ্ম সাধারণ সম্পাদক বাসারুল হায়দার বাচ্চু, সদস্য কামরুজামান চপল।

(ডিসি/এসপি/সেপ্টেম্বর ০৬, ২০২২)