বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবন থেকে খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসা একটি বিশাল অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। বৃহস্পতিবার সকালে বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবন সংলগ্ন খরমা কাটাখালি গ্রামের রুহুল আমিনের বাড়ির হাঁস-মুরগির খোপ থেকে ১৫ ফুট লম্বা ও ২৭ কেজি ওজনের অজগরটি উদ্ধার করা হয়।

এরআগে অজগরটি দুটি মুরগি ও দুটি হাঁস খেয়ে ফেলে। দুপুরে লোকালয় থেকে উদ্ধার করা এই অজগরটি সুন্দরবনের জিউধারা স্টেশন এলাকায় অবমুক্ত করা হয়।

গৃহকর্তা রুহুল আমিন জানান, বৃহস্পতিবার সকালে হাঁস-মুরগির অস্বাভাবিক ডাকাডাকি শুনে খোপের মুখ খুলে দেখি একটি বিশাল অজগর শুয়ে আছে। ভয়ে দূরে সরে গিয়ে সুন্দরবন বিভাগকে খবর দিই। তারা এসে অজগরটি উদ্ধার করে। এরআগে অজগরটি খোপে থাকা দুটি মুরগি ও দুটি হাসও খেয়ে ফেলে।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের জিউধারা স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান মোক্তাদির জানান, বৃহস্পতিবার সকালে বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবন সংলগ্ন খরমা কাটাখালি গ্রামের রুহুল আমিনের বাড়ির মুরগির খোপে একটি বিশাল সাইজের অজগর সাপ দেখতে পেয়ে আমাদের খবর দেয়। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অজগরটি সাপটি উদ্ধার করি। এরআগে অজগরটি খোপে থাকা দুটি মুরগি ও দুটি হাঁসও খেয়ে ফেলে। উদ্ধার হওয়া অজগরটি ১৫ ফুট লম্বা ও ২৭ কেজি ওজনের। অজগরটি দুপুরে সুন্দরবনের জিউধারা স্টেশন এলাকায় অবমুক্ত করা হয়েছে। জলবায়ু পরিবর্তন জনিত কারনে এখন অজগর সাপ প্রায়ই খাদ্যের সন্ধানে লোকালয়ে চলে যাচ্ছে বলে জানান এই বন কর্মকর্তা।

(এসএকে/এসপি/সেপ্টেম্বর ০৮, ২০২২)