একে আজাদ ও মিঠুন গোস্বামী, রাজবাড়ী : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলধামু গ্রামে নারুয়া বাজারের কোল ঘেঁষে বয়ে যাওয়া খাল দখল করে বাড়ি ঘর বাণিজ্যিক ভবনসহ অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে।

সরকারি খাস জমি দখল করে বাড়ি ঘর ও বাণিজ্যিক,পাকা স্থাপনা নির্মাণ চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রহস্যজনক কারণে নীরব ভূমিকা পালন করছে বলে দাবী এলাকাবাসীর। অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খাল রক্ষার দাবী জানিয়ে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দফতরে লিখিত অভিযোগ করেছেন, বিলধামু, বিলটাকাপোড়া, পালুকপাড়া ও মালেঙ্গা, গ্রামের ৩৬ জন সচেতন এলাকাবাসী।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, খাস জমি ও সরকারী রাস্তায় একাংশ অবৈধ ভাবে দখল পূর্বক বাড়ি ঘর স্থাপন এবং জন সাধারনের যাতায়াত ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে বিলধামু গ্রামের ভিতর দিয়ে একটি সরকারী রাস্তা ও রাস্তা ঘেঁষে একটি খাল তালুকপাড়া মালেঙ্গা বিদ্যামান রাস্তা ও খালটি ৪ নং নারুয়া ইউনিয়ন পরিষদের নামে বিএস রেকর্ডভূক্ত হয়েছে । রাস্তার, বি এস খতিয়ান নং ০৮ ও দাগ নং ২৩২৭ , ৭১৬ , ৯৬৮ ও ৮১৭ এবং খালের বি এস খতিয়ান নং ০৮ ও দাগ নং ২৩৩৮। এই রাস্তাদিয়ে প্রতিদিন হাজার হাজার লোকজন যাতাযাত করেন এবং অসংখ্য যানবাহন চলাচল করে, বিশেষ করে নারুয়া হাট বাজারের দিন যানবাহনের চাপ বেশি থাকে। চত্রা নদী থেকে উল্লেখিত খালের মাধ্যমে বৃটিশ আমল থেকে বিলধামু , বিলটাকাপোড়া , তালুকপাড়া ও মালেঙ্গা গ্রামের ফসলি মাঠে পানি প্রবাহিত হত।

সরেজমিনে দেখা যায়, অবৈধভাবে খাল ভরাট করে বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন পাকা স্থাপনা গড়ে তুলেছে প্রভাবশালী মহল। খালটিতে এখন আর পানি প্রবাহিত হয় না। ফসলি মাঠে পানির প্রবেশ বন্ধ হয়ে গেছে। শত বছরের পুরনো খালটি এখন মৃতপ্রায় হয়ে পড়েছে।

(একেএমজি/এসপি/সেপ্টেম্বর ০৯, ২০২২)