গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে ব্যাপক লেদা পোকা ও বিছার আক্রমনের কারনে গোপালগঞ্জে এবছর পাট চাষের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। দীর্ঘদিন একটানা বৃষ্টি না হওয়ার কারনে এ আক্রমণ হয়েছে।

দেশের মধ্যে উন্নত মানের পাট উৎপাদন এলাকা হিসাবে পরিচিত গোপালগঞ্জ জেলায় এবছর ১৬ হাজার হেক্টর জমিতে পাট চাষ করেছেন কৃষকরা। কৃষি অফিস লক্ষ্যমাত্রা নির্ধারন করেছে ২২ হাজার ৩৭৫ হেক্টর জমি। অনেকেই এখনো পর্যন্ত বৃষ্টির অভাবে জমিতে বীজ বুনতে পারেনি। বৃষ্টির অপেক্ষায় আছেন কৃষকরা।

নতুন মানিকদাহ গ্রামের কৃষক আহাদ মিয়া জানান, এ বছর ক্ষেতে ব্যাপকহারে লেদা পোকা আক্রমন করেছে। তাছাড়া বিছা পোকারও আক্রমণ রয়েছে। যারা আগে ভাগে জমিতে বীজ বুনেছেন তারা পড়েছেন বিপাকে। বৃষ্টি না হওয়ায় পাটের ক্ষেতে একদিকে যেমন পোকার আক্রমন দেখা দিয়েছে, আবার অন্যদিকে পাটের বৃদ্ধিও তেমন হচ্ছেনা।

কৃষক শহিদ শেখ জানান, বৃষ্টি না হওয়ার কারনে পাটগাছ বাড়ছেনা, আর পোকার আক্রমনও বাড়ছে । প্রতি বছর পাট চাষ করলেও এবছর পাটের যে অবস্থা তাতে আগামীতে আর এ ফসল চাষাবাদ করবেন কিনা এনিয়ে অনেকেই ইতোমধ্যে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছেন। কৃষক টিপু শেখ জানান, পাটের যে অবস্থা দেখছি, তাতে ধান চাষ করাই ভালো ছিল।

কৃষকদের করণীয় সম্পর্কে গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন বললেন, বৃষ্টি না হওয়ার কারনে ইতোমধ্যে লক্ষ্যমাত্রার ২৮ ভাগ জমিতে বীজ ফেলতে পারেনি কৃষকেরা। গোপালগঞ্জ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক(ভারপ্রাপ্ত)রমেশ চন্দ্র বলেছেন, এভাবে চললে এবার পাটের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার সম্ভাবনা রয়েছে।

পাট ক্ষেতের এই ব্যাপক পোকার আক্রমন থেকে কিভাবে কৃষকরা মুক্তি পেতে পারে সে ব্যাপারে স্থানীয় কৃষি অফিস দ্রুত ব্যবস্থা নেবেন এমন প্রত্যাশা করেন ভুক্তভোগী কৃষকরা।

(এমএইচএম/জেএ/এপ্রিল ২৮, ২০১৪)