শাহনাজ পারভীন, বকশীগঞ্জ : জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলায় সরকার ভর্তুকিতে খাদ্য বান্ধব কর্মসূচির ১৫ টাকা দরের ৩০ কেজি বস্তার চাল বিক্রিতে নয় ছয়ের অভিযোগ উঠেছে। 

বকশিগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নে মেসার্স ফেন্সী এণ্টারপ্রাইজ এর মালিক মোঃ ফিরোজ মিয়া খাদ্য বান্ধব কর্মসূচির চালের বস্তা থেকে চাল বের করে নিয়ে কম দেওয়ায় ভোক্তারা বিক্ষোভ করেছে। এসময় ভুক্তভোগীরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বিচার চেয়েছে। ভুক্তভোগীদের মধ্যে উপস্থিত ছিলেন বাচ্চা মিয়া, খাদেম আলী, ইছিফুল, শাহীন, হারুন, নাসির, রশিদ, হিবুল, ইমরান, ফারুক, লালমিয়া, ইয়াকুব, ময়না, অহিজল, শিরী বেগম সহ আরোও অনেকেই। বাচ্চা মিয়া বলেন, আমি যখন দেখছি একটা বস্তা ২৪ কেজি হয়েছে তখন আমি আর চাল নেই নাই। খাদেম আলী বলেন, আমি চাল কিনেছি আমার বস্তা ২৬ কেজি হয়েছে। ইছিফুল বেগম বলেন, আমার চালের বস্তা ২৫ কেজি হইছে। আমরা চাল কম দেওয়ার সুষ্ঠ বিচার চাই।

বিষয়গুলো নিয়ে ডিলার মালিক মোঃ ফিরোজ মিয়া জানান, আমাকে হয়রানী করতে নিজ দলীয় লোকজন আমার বিরুদ্ধে অভিযোগ এনেছে। ট্যাগ কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ জানান, বিষয়টি আমি জানার পর ছেড়া-কাটা ৭০/৭২ বস্তা চাল আলাদা করে রেখেছি। যেগুলো ভালো ছিল সেগুলো মেপে বিতরণ করা হয়। ১৮৭ বস্তা বিতরণের পর বন্ধ করে দেওয়া হয়েছে। উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীমা নাসরীনকে অবহিত করলে তিনি জানিয়েছেন, আমার গুদাম থেকে চাল কম যাওয়ার কোন সুযোগ নেই। ডিলার ফিরোজ মিয়া চাল বুঝিয়ে নিয়েছে।

এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা জানিয়েছেন, আমার কাছে এরকম একটা অভিযোগ এসেছে, আমি যদি ঘটনার সত্যতা পাই আইনানুক ব্যবস্থা গ্রহণ করব।

(এসপি/এসপি/সেপ্টেম্বর ১১, ২০২২)