ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক। একই সাথে তিনি জেলা আইনজীবী সমিতির সভাপতির দ্বায়িত্বেও আছেন। ১০ সেপ্টেম্বর শনিবার গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডে নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত নিয়েছে। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দেশের ৬১টি জেলা পরিষদের মেয়াদ পাঁচ বছর পূর্ণ হওয়ায় নির্বাচিত পরিষদগুলো বিলুপ্ত করা হয়। জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৭ অক্টোবর স্থানীয় এই সরকারের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তফসিল অনুযায়ী-মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ সেপ্টেম্বর,মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর।

নীলফামারী জেলা পরিষদ নির্বাচন সামনে রেখে খসড়া ভোটার তালিকা তৈরি করে নির্বাচন কমিশনে পাঠিয়েছে জেলা নির্বাচন অফিস।
তালিকা চূড়ান্ত হলে এই তালিকাতেই আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে জেলা পরিষদ নির্বাচন। খসড়া ভোটার তালিকা অনুযায়ী জেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার ৮৫৮ জন, এরমধ্যে পুরুষ ভোটার ৬৫৩ জন এবং মহিলা ভোটার ২০৫ জন। প্রত্যেক উপজেলায় ১ টি করে ভোট কেন্দ্র থাকবে।

১৪ সেপ্টেম্বর বর্তমান নীলফামারী জেলা পরিষদের কার্যকাল শেষ হচ্ছে। জেলা পরিষদ নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে কি না- এ বিষয়ে সুস্পষ্ট কোন নির্দেশনা হাতে পায়নি জেলা নির্বাচন অফিস। উপজেলা নির্বাচন অফিসার আফতাব উজ্জামান জানিয়েছেন, দলীয় প্রতীকে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না, প্রার্থীরা নির্বাচন কমিশনের বরাদ্দকৃত প্রতীকেই নির্বাচনে অংশ নেবেন।

(ওআরকে/এএস/সেপ্টেম্বর ১২, ২০২২)